Training Center & Servicing Center

Application Course: (3 Months)

1. Computer Concept, 2. Windows Fundamental, 3. Microsoft Word, 4. Microsoft Excel, 5. Microsoft PowerPoint, 6. E-mail, 7. Internet Basic,

Multimedia Course: (6 Month)

1. Computer Concept, 2. Windows Fundamental, 3. Microsoft Word, 4. Microsoft Excel, 5. Microsoft PowerPoint, 6. E-mail, 7. Internet Basic, 8. Chat, Video Calling, 9. Web Page Design, Hosting, Registration, 10. Adobe Photoshop CS, 11. Video Editing, 12. Macromedia Flash (SWF),

Hardware Course: (1 Years)

1. Computer Concept, 2. Windows Fundamental, 3. Microsoft Word, 4. Microsoft Excel, 5. Microsoft PowerPoint, 6. E-mail, 7. Internet Basic, 8. Chat, Video Calling, 9. Web Page Design, Hosting, Registration, 10. Adobe Photoshop CS, 11. Video Editing, 12. Macromedia Flash (SWF), 13. Computer Networking, 14. Computer Assembling, 15. Computer Hardware Troubleshooting, 16. Computer Software Installation, 17. Desktop & Laptop Servicing, 18. Operating System Repair, 19. Operating System (Windows) Setup, 20. Windows Xp & Seven Customize CD,

ভেঙে দিন সব বাধন আবার জেনে নিন কম্পিউটারের এডমিনিষ্ট্রেটরের পাসওয়ার্ড

ভুল ভ্রান্তি সংশোধন যোগ্য ।

:twisted: :twisted: সাধারণত বাসার কম্পিউটারে একাধিক ইউজার থাকে ফলে লিমিটেড ইউজার ব্যবহার করতে হয় নিরাপত্তার জন্য। লিমিটেড ইউজারে কোন সফটওয়্যার যেমন ইনষ্টল করা যায় না তেমনই অনেককিছুই পরিবর্তন করা যায় না। যদি কোন কারণে এ্যাডমিনিষ্ট্রেটিভ এর পাসওয়ার্ড ভুলে যান তাহলে সেক্ষেত্রে বেশ বিপাকে পড়তে হয়। হয়তোবা নতুন করে অপারেটিং সিস্টেম ইনষ্টল কারারও প্রয়োজন হতে পারে। এমতবস্থায় আপনি যদি লিমিটেড ইউজার ব্যবহার করে থাকেন তাহলে সহজেই লিমিটেড ইউজারের মাধ্যমে এ্যাডমিনিষ্ট্রেটিভ এর পাসওয়ার্ড পরিবর্তন করতে বা নতুন ইউজার খুলতে অথবা বর্তমান লিমিটেড ইউজারকে এ্যাডমিনিষ্ট্রেটিভ হিসাবে ব্যবহার করতে পারেন। এজন্য কমান্ড প্রোম্পট খুলে (রানে গিয়ে Crtl+R চেপে cmd লিখে এন্টার করলে) নিজের পদ্ধতি অবলম্বন করুন।

cd\ লিখে এন্টার করুন,
c: লিখে এন্টার করুন,
cd windows\system32 লিখে এন্টার করুন,
copy logon.scr logon.old লিখে এন্টার করুন,
copy cmd.exe logon.scr লিখে এন্টার করুন,
এছাড়াও সরাসরি উইন্ডোজের সিস্টেম৩২ ফোল্ডারে ঢুকে logon.scr ফাইলকে যেকোন নামে রিনেম করে আবার cmd.exe ফাইলকে logon.scr নামে রিনেম করতে পারেন। এবার কম্পিউটার রিস্টার্ট করুন এবং কম্পিউটার লগঅন না করে অপেক্ষা করুন তাহলে নির্দিষ্ট সময় পরে স্ক্রিনসেভারের ওয়েট টাইম) স্ক্রিনসেভারের পরিবর্তে কমান্ড প্রোম্পট খুলবে। যদি এই পদ্ধতিতে কমান্ড প্রোম্পট না খোলে তাহলে বিকল্প হিসাবে কমান্ড প্রোম্পট খুলে নিচের পদ্ধতি অবলম্বন করুন।
cd\ লিখে এন্টার করুন,
c: লিখে এন্টার করুন,
cd windows\system32 লিখে এন্টার করুন,
copy sethc.exe sethc.old লিখে এন্টার করুন,
copy cmd.exe sethc.exe লিখে এন্টার করুন,
এছাড়াও সরাসরি উইন্ডোজের সিস্টেম৩২ ফোল্ডারে ঢুকে sethc.exe ফাইলকে রিনেম করে আবার cmd.exe ফাইলকে sethc.exe নামে রিনেম করুন। এবার কম্পিউটার রিস্টার্ট করুন এবং কম্পিউটার লগঅন না করে শিফট (Shift) কী পাঁচবার চাপুন তাহলে কমান্ড প্রোম্পট খুলবে।
এখন এ্যাডমিনিষ্ট্রেটিভ এর পাসওয়ার্ড পরিবর্তন করতে net user administrator 2007 লিখুন তাহলে এ্যাডমিনিষ্ট্রেটিভ এর পাসওয়ার্ড পরিবর্তন হয়ে ২০০৭ হয়ে যাবে। আর আপনি যদি পাসওয়ার্ড পরিবর্তন না করে নতুন ইউজার খুলতে চান তাহলে net user your name /add লিখে এন্টার করুন তাহলে your name নামে নতুন একটি ইউজার তৈরী হবে। এবার your name ইউজারকে এ্যাডমিনিষ্ট্রেটিভ হিসাবে ব্যবহার করতে হলে net localgroup administrator your name /add লিখুন এবং এন্টার করুন। তাহলে আপনার বর্তমান ইউজার (your name) এ্যাডমিনিষ্ট্রেটিভ হিসাবে ব্যবহার করা যাবে। একইভাবে বর্তমান ব্যবহার করা যে কোন লিমিটেড ইউজারকে এডমিনিষ্ট্রেটিভ হিসাবে ব্যবহার করতে পারেন।
Tune টি ভাল লাগলে অবশ্যই comment দিয়া জানাবেন এবং Like দিইয়া উতশাহ দান করবেন জেনো  আর নতুন নতুন জিনিস আপনাদের সাথে Share করতে পারি ।  :twisted:  :mrgreen:

Categories:
HTML Comment Box is loading comments...