Training Center & Servicing Center

Application Course: (3 Months)

1. Computer Concept, 2. Windows Fundamental, 3. Microsoft Word, 4. Microsoft Excel, 5. Microsoft PowerPoint, 6. E-mail, 7. Internet Basic,

Multimedia Course: (6 Month)

1. Computer Concept, 2. Windows Fundamental, 3. Microsoft Word, 4. Microsoft Excel, 5. Microsoft PowerPoint, 6. E-mail, 7. Internet Basic, 8. Chat, Video Calling, 9. Web Page Design, Hosting, Registration, 10. Adobe Photoshop CS, 11. Video Editing, 12. Macromedia Flash (SWF),

Hardware Course: (1 Years)

1. Computer Concept, 2. Windows Fundamental, 3. Microsoft Word, 4. Microsoft Excel, 5. Microsoft PowerPoint, 6. E-mail, 7. Internet Basic, 8. Chat, Video Calling, 9. Web Page Design, Hosting, Registration, 10. Adobe Photoshop CS, 11. Video Editing, 12. Macromedia Flash (SWF), 13. Computer Networking, 14. Computer Assembling, 15. Computer Hardware Troubleshooting, 16. Computer Software Installation, 17. Desktop & Laptop Servicing, 18. Operating System Repair, 19. Operating System (Windows) Setup, 20. Windows Xp & Seven Customize CD,

Latest Avg Internet Security 2014+Serial

কেমন আছেন সবাই। আশা করি সবাই খুব ভালো আছেন।

আজকে আপনাদের জন্য নিয়ে এলাম শক্তিশালী একটি অ্যান্টিভাইরাস AVG INTERNET SECURITY 2014+ SERIAL
যা আপনার পিসিকে ভাইরাস থেকে রক্ষা করবে।আপনার পিসি কে রাখবে সুরক্কিত।  তাহলে দেরি না করে ডাউনলোড করুন।

ডাউনলোড লিঙ্ক-http://thepiratebay.sx/torrent/8709385/
For Android Paid Apps & Games Please join this Group- https://www.facebook.com/groups/623925094326061/
[ Read More ]

Posted by Md Rafikul Islam 0 comments»

পিসি অফ না করেই রাতে ঘুম? এবার পিসি নিজে নিজেই অফ হবে আপনি রাতে ঘুমিয়ে গেলেও

হেলো টেকটিউনস কমিউনিটি! ঈদ কাটিয়ে সবাই আবার নিজেদের ব্যস্ত জীবনে ফিরে এসেছেন নিশ্চয়ই? অনেকে এখনো ছুটি কাটাচ্ছেন, তাদের মধ্যে আমি একজন :D
এই ছুটিতে তো আমার মত অনেকেই আছেন অনেক রাত পর্যন্ত কম্পিউটার এ বসে থাকেন, মুভি দেখেন। তাই না? আমি ল্যাপটপ কোলে নিয়ে মুভি দেখতে থাকি, দেখতে দেখতে ঘুমিয়ে যাই। ল্যাপটপ বেচারা সারারাত চলতে থাকে। আমার মনে হয় আমার মত আরো অনেকেই আছেন যারা রাতে কম্পিউটার অন রেখে ঘুমিয়ে যান এবং সকালে উঠে আফসোস করেন।

আপনাদের জন্যই নিয়ে এসেছি আজকের এই ট্রিক টি। এখন রাতে কম্পিউটার অন রেখে ঘুমিয়ে গেলে কম্পিউটার ও আপনার সাথে ঘুমিয়ে যাবে। বেচে যাবে আপনার বিদ্যুৎ খরচ সাথে বাচবে আপনার কম্পিউটার এর প্রাণ ও! তাহলে চলুন দেখে নেয়া যাক এই কাজের কাজী ট্রিক টি...
এই ট্রিক টির জন্য আমরা কোন সফটওয়্যার ব্যবহার করবো না। আমরা উইন্ডোজ এর ডিফল্ট একটি প্রোগ্রাম ব্যবহার করে এই কাজ টি করবো। উইন্ডোজ এর সেই ডিফল্ট প্রোগ্রাম টি হল Task Scheduler. এর সাহায্যে আমরা উইন্ডোজ কে কমান্ড দিবো, যেন আমরা ঘুমিয়ে গেলে উইন্ডোজ নিজে নিজে বন্ধ হয়ে যায় :D
কিন্তু উইন্ডোজ বুঝবে কি করে যে আপনি ঘুমিয়ে গেছেন? এখনকার কম্পিউটার তো এতটা বুদ্ধিমান না। আমরা এই কাজ টি একটু অন্য ভাবে করবো।আমরা উইন্ডোজ কে বলবো যদি আমার কম্পিউটার ৩০ মিনিট ধরে আইডল থাকে, অর্থাৎ কম্পিউটার টি ৩০ মিনিট ব্যবহার না করা হয় তাহলে বুঝবে আমি ঘুমিয়ে গেছি এবং কম্পিউটার অফ করে দিবে। তাহলে চলুন দেখে নেই, উইন্ডোজ কে কিভাবে আমরা এই কমান্ড দিবো।
Task Scheduler ওপেন করতে আপনার উইন্ডোজ এর স্টার্ট মেনু তে যান। সেখান থেকে কন্ট্রোল প্যানেল এ যান। কন্ট্রোল প্যানেল থেকে Administrative Tools ওপেন করুন।

নতুন একটি উইন্ডো ওপেন হবে, সেখান থেকে Task Scheduler ওপেন করুন।

Task Scheduler উইন্ডো এর ডান পাশে Create Task এ ক্লিক করুন।

এখানে আপনার টাস্ক এর জন্য একটি নাম দিন। নিচের মত করে সেটিং করুন।

এবার Triggers ট্যাব এ যান এবং New বাটন এ ক্লিক করুন। এই উইন্ডো তে শিডিউল সেটাপ করুন। এখানে এমন একটি সময় নির্বাচন করুন যেটি মধ্য রাত হয়।

এবার Actions ট্যাব এ যান। প্রোগ্রাম বক্স এ shutdown লিখুন। আরগুমেন্ট বক্স এ /s দিন। আপনি যদি আপনার পিসি ফোর্স শাটডাউন করতে চান, অর্থাৎ রানিং সব অ্যাপ অফ করে উইন্ডোজ শাটডাউন করতে চান তাহলে /s /f লিখুন।

এবার Conditions ট্যাব এ যান। এবার আপনার কম্পিউটার আইডেল এর সময় ঠিক করুন। আপনার কম্পিউটার কত সময় আইডল থাকলে এই টাস্ক রান হবে, কত সময় পরে আইডল হবে ইত্যাদি।

সর্বশেষ Settings ট্যাব এ গিয়ে নিচের মত ক্রএ সেটিং করে নিন। যদি এই টাস্ক টি ফেইল হয় তবে কয়বার চেষ্টা করবে, কতখন পরপর চেষ্টা করবে ইত্যাদি।

বেস! এবার ওকে করে বেরিয়ে আসুন। আর কোন ঝামেলা নেই। এবার প্রতি রাতে আপনি ঘুমিয়ে গেলে আপনার পিসি ও ঘুমিয়ে যাবে আপনার সাথে :D
[ Read More ]

Posted by Md Rafikul Islam 0 comments»

এবার জাভা ইউজারদের দু:খ দূর হল; এখন জাভা মোবাইলের জন্য নিন দুষ্টু-মিষ্টি Talking tom cat

আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালোই আছেন। আমিও আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে ভালো আছি। আজ একটা জটিল বিষয় নিয়ে হাজির হলাম। আপনারা অনেকে এই বিষয়টা জানেন না। তাই এ বিষয়ে লিখতে বসলাম।ভুল হলে ক্ষমা করবেন। এই  টিউনটা জাভা ইউজারদের  জন্য।
এই টিউন করার আগে দুষ্টু-মিষ্টি Talking tom cat নিয়ে আরেকটি টিউন করেছিলাম,সেটি ছিল নোকেয়া সিম্বিয়ান ইউজারদের  জন্য সেটি  http://www.techtunes.com.bd/nokia/tune-id/247634 এখান থেকে দেখে নিতে পারেন ,আজ নোকেয়া জাভা ইউজারদের  জন্য নিয়ে এলাম এই মজার Talking tom।অনেকে হয় তো  ভাবছেন  Talking tom cat এর টম মামা এন্ড্রোয়েড ছেড়ে আবার জাভাতে হাজির হল কেমনে? অনেকের অনেক আজগুবি কৌতূহল জাগতে পারে! কিন্তু এটা স্বপ্ন নয় সত্যি!!! আসলে আজ পর্যন্ত অফিসিয়ালি কোন জাভা  ভার্সন না বেরুলেও কিন্তু আমি সাধনা করে তৈরি করেছি।আমরা যারা জাভা  ইউজার তারা যখন বন্ধুদের ফোনে Talking tom cat দেখি তখন মনটা খারাপ হয়ে যায় তাই না ?ভাবি যদি জাভার জন্য যদি এটা থাকত............................আমি আশা করি আমার এ টিউন আপনাদের এই দু:খ ভুলিয়ে দেবে।

এবার আসি কাজের কথায়। প্রথমে http://www.mediafire.com/download/0dardl918twztfp/Talking+tom+by+Raihan.jar এখান থেকে অথবা http://www.filedwon.info/qu45qqmoyehf/Talking_tom_by_Raihan.jar.html (এখান থেকে ডাউনলোড  করতে প্রথমে  নিচ থেকে  slow download সিলেক্ট করুন)    এখান থেকে সফ্‌টওয়ারটি ডাউনলোড করে নিন ।

ব্যবহার পদ্বতি খুব সহজ install দেয়ার পরopenকরে ৭  চেপে কথা বলুন আর কথা শেষে ৭ চাপুন আর দেখুন মজা!!!!!!!
আজ এই আর নয়................খুব তারাতারি আরও মজার টিউন নিয়ে হাজির হব
সবাইকে কষ্ট করে পড়ার জন্য ধন্যবাদ
আমার এই টিউন সম্পর্কে আপনার মতামত জানালে খুশি হব।
বি:দ্র :ডাউনলোড করতে সমস্য হলে COMMENT করবেন
[ Read More ]

Posted by Md Rafikul Islam 0 comments»

ডাউনলোড করেনিন 1000+ Android Paid APK একদম ফ্রি

লুফেনিন 1000+ Android Paid APK একদম ফ্রি!!!!

বর্তমান সময়ে স্মার্ট ফোন ও ট্যাবলেট পিসি হিসেবে যে প্ল্যাটফর্মের নাম সবার আগে আসে সেটি হচ্ছে এন্ড্রয়েড। নতুন করে এ বিষয়ে বলবার আর কিছুই নাই
Android স্মার্টফোনের জন্য নানারকম APK /APP পাওয়া যায়। যারা Android প্রেমী আজ তাদের জন্য নিয়ে এলাম অসম্ভব মজার কিছু APK /APP !!
পৃথিবীতে বর্তমানে সবচে বেশি অ্যাপ্লিকেশন তৈরী হয় অ্যাপল আইওএস কিংবা গুগলের এন্ড্রয়েড অপারেটিং সিস্টেমে। লক্ষ লক্ষ মজার মজার অ্যাপ্লিকেশন রয়েছে, এবং প্রতিনিয়ত আসছে। কিন্তু আমাদের সবার পক্ষে একটি স্মার্টফোন কিংবা ট্যাবলেট কেনা হয়ে ওঠে না। আবার অনেকে সময় নতুন অ্যাপ নিজের ডিভাইসে চালানোর আগে অন্য কোথাও দেখে নেয়ার চেষ্টা থাকতে পারে। সেই সমস্যাটির সমাধান হয়ে গেলো এখন।
যারা কম্পিউটার এ APP গুলো PC  Android Emulators Free Download তাই দেরি না করে ডাউনলোড করুন আর বসে বসে ঈদ আনন্দ উপভোগ করুন।
APK /APP গুলো সরাসরি ডাউনলোড করতে পারবেন আক ক্লিক এ  no ad and no time waiting .
NAMELAST MODIFIEDSIZEDESCRIPTION






 10backupGold v1.8.apk12-Nov-2012 02:44159K
 23D stereoroid pro v2.34.apk12-Nov-2012 02:351.4M
 35 min clinical consult v1.44.0.apk12-Nov-2012 02:48394K
 42500 funny ringtones v2.2.901.apk12-Nov-2012 02:44192K
 5A.I.type Keyboard Plus v1.9.6.apk12-Nov-2012 02:586.3M
 6ACS updater v1.5.1.apk12-Nov-2012 02:561.2M
 7ADJ Pro v0.4.4.apk12-Nov-2012 03:062.3M
 8ATVMadness v1.22.apk12-Nov-2012 02:48308K
 9Active Apps Widget v1.3.5.apk12-Nov-2012 03:051.0M
 10Advanced browser v1.2.24.apk12-Nov-2012 02:44188K
 11Andmade Share Pro v1.2.apk12-Nov-2012 02:57700K
বাকি গেম এখানে আছে 1000+ Android APP/APK Collection  ডাউনলোড না হলে নিচে কমেন্ট করুন ।
[ Read More ]

Posted by Md Rafikul Islam 0 comments»

ল্যাপটপ ভালো রাখার অন্যতম কিছু টিপস

ল্যাপটপ প্রেমিকরাই বেশি ল্যাপটপ ব্যবহার করেন। হতে পারে সেটা শখের কিংবা কাজের বা অন্য কোন প্রকারের। অনেকেই বলেন এমন যে, নতুন ল্যাপটপ কিনলাম কিন্তু কিছুদিন যেতে না যেতেই আমার শখের ল্যাপটপ বা কাজের জিনিসটা সার্ভিসিং ঘরে চলে গেল। আসলে এটা আপনারই ভুল। ল্যাপটপ কখনোই রাফভাবে ব্যবহার করবেন না। কারন এটি কখনোই রাফ ইউজের জন্য নয়। আর আপনার কিছু ছোট খাট ভুলের জন্যই আপনার জিনিসটার অবস্থার অবনতি হয়। তাই কিছু টিপস দিলাম যা আপনি লক্ষ্য করে সেভাবে কাজ করলে আশা করি, আপনার ল্যাপটপকে দীর্ঘদিন যাবত অনায়াশে ভাল থাকতে সক্ষম।
অনেক সময় এমন ও হতে পারে যে উপরোক্ত কাজগুলো অনুসরন করেও আপনার কোন কাজে আসলো না। সে ক্ষেত্রে সেটা আপনার ল্যাপটপ এর যন্ত্রাংশ বড় কোন সমস্যা থাকতে পারে। আমি শুধু প্রাথমিক ধারনার টিপস্ গুলো আপনাদের সাথে শেয়ার করলাম, যা আপনার প্রিয় জিনিসটার কিছু হলেও কাজে আসবে। তো আসুন দেখে নেওয়া যাক ট্রিক্সগুলি কি?
যতনে রাখি যন্ত্র:
ঝামেলা ছাড়াই দীর্ঘদিন একটি ল্যাপটপ ব্যবহার করার জন্য নিয়মিত যত্ন নেওয়া প্রয়োজন। ল্যাপটপে কোনো ত্রুটি ধরা পড়ার পর সেটি মেরামত করতে হবে।তবে আগে থেকে সতর্ক থাকলে অনেক ক্ষেত্রেই এসব সমস্যা এড়িয়ে চলা সম্ভব।
অ্যান্টিভাইরাস সফটওয়্যার ব্যবহার করা:
কম্পিউটারে অবশ্যই একটি অ্যান্টিভাইরাস সফটওয়্যার ব্যবহার করা উচিত। হয়তো কম্পিউটার ব্যবহার করার সময় আপনার জানা আছে, আপনি কী ফাইল নামিয়েছেন, কোন ওয়েবসাইটে গেছেন বা পেনড্রাইভের মাধ্যমে কী ধরনের ফাইল স্থানান্তর করছেন। কিন্তু বর্তমান সময়ের ভাইরাসগুলো এমনভাবে তৈরি করা হয়, যেন সেগুলো ব্যবহারকারীর চোখ এড়িয়ে কম্পিউটারের ক্ষতি করতে পারে। এই ভাইরাসগুলো কম্পিউটারের সফটওয়্যারগুলো অকার্যকর করে দেওয়া, তথ্য মুছে ফেলাসহ ল্যাপটপটিই ব্যবহারের অনুপযোগী করে তুলতে পারে।
বাতাসের চলাচল:
ল্যাপটপ সব সময়ই এমন জায়গায় ব্যবহার করা উচিত, যেখানে বাতাস চলাচলের সুব্যবস্থা রয়েছে। এর ফলে ল্যাপটপ অতিরিক্ত গরম হয়ে যাওয়ার আশঙ্কা থাকে না। তবে এর মানে এই নয় যে, সব সময় শীতাতপনিয়ন্ত্রিত স্থান থেকে এটি ব্যবহার করতে হবে।
তরল পদার্থ থাক দূরে:
চা, কফি, পানিসহ সব ধরনের পানীয় ল্যাপটপ থেকে দূরে সরিয়ে রাখুন। ল্যাপটপে ক্ষুদ্র ক্ষুদ্র ইলেকট্রনিকস যন্ত্রাংশ থাকে। তরল পদার্থের সংস্পর্শে এগুলো ক্ষতিগ্রস্ত হতে পারে। আবার শর্টসার্কিটের ফলে পুরো ল্যাপটপটিই অচল হয়ে যেতে পারে। এ ক্ষেত্রে সহজ সমাধান হলো, সব ধরনের তরল পদার্থই দূরে সরিয়ে রাখা।
খাওয়া নয়:
ল্যাপটপ সঙ্গে নিয়ে খাওয়া উচিত নয়। অসাবধানতাবশত খাবারের কোনো অংশ ল্যাপটপে পড়ে ময়লা হয়ে যেতে পারে। এ ছাড়া খাবারের ক্ষুদ্র কণা ল্যাপটপের কি-বোর্ডে আটকে থাকলে সেখান থেকে ব্যাকটেরিয়ার সৃষ্টি হতে পারে। এগুলো কোনোভাবে মূল সার্কিটের সংস্পর্শে এসে শর্টসার্কিট হলে ল্যাপটপের বড় ধরনের ক্ষতি হতে পারে।
পরিষ্কার হাতে ল্যাপটপ:
tech tutorial
ময়লা হাতে ল্যাপটপ ব্যবহার করলে অনেক সময় টাচপ্যাড ঠিকভাবে কাজ না-ও করতে পারে। পরিষ্কার হাতে ব্যবহার করলে ধুলো-ময়লা জমা হওয়ার আশংকা কম। দ্রুত ময়লা হয়ে গেলে কিছুদিন পর পরই রক্ষণাবেক্ষণের জন্য বেশ সময় ব্যয় করতে হবে।
শুধু ডিসপ্লে ধরে সরাবেন না:
স্থানান্তরের সময় ল্যাপটপের মূল অংশ ধরে সরানো উচিত, কখনোই শুধু ডিসপ্লে ধরে সরানো উচিত নয়। সাধারণত ডিসপ্লের ওজনের থেকে মূল অংশ বেশি ভারী হয়ে থাকে। তাই পর্দা ধরে সরানোর চেষ্টা করা হলে এই দুই অংশের সংযোগস্থানটি ক্ষতিগ্রস্ত হতে পারে বা ভেঙে যেতে পারে।
বছরে একবার সার্ভিসিং:
নির্ভরযোগ্য কম্পিউটার সার্ভিসিং সেন্টার থেকে বছরে অন্তত একবার ল্যাপটপ সার্ভিসিং করানো উচিত। দীর্ঘ সময় ব্যবহারের ফলে জমে থাকা ধুলো-ময়লা পরিষ্কারের জন্যই প্রয়োজন এই সার্ভিসিংয়ের। তবে কখনোই নিজে নিজে এই কাজ করা উচিত হবে না।
সিডি-ডিভিডি:
সিডি বা ডিভিডি-রম ডিস্কগুলো ব্যবহারের পর নির্ধারিত স্থানে রেখে দিতে হবে। অসাবধানতাবশত কোথাও ঘষা লেগে বা পড়ে গিয়ে নষ্ট হয়ে যেতে পারে।
স্টিকারগুলো পরীক্ষা করা:
ল্যাপটপ ডিস্ক ড্রাইভার ব্যবহারের আগে ডিস্কে লাগানো স্টিকারগুলো পরীক্ষা করে নেওয়া প্রয়োজন।
ল্যাপটপের কভার:
ল্যাপটপ বহন করার জন্য সব সময় অতিরিক্ত একটি কভার ব্যবহার করা উচিত। এটি অনেক ক্ষেত্রেই সাধারণ স্ক্র্যাচ, ধুলো-ময়লা থেকে নিরাপদ রাখবে। আর এটির আকার অবশ্যই ল্যাপটপের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হতে হবে।
ব্রাশ দিয়ে পরিষ্কার:
ল্যাপটপের পর্দা, কি-বোর্ড এবং এক্সজস্ট ফ্যানের জায়গাগুলো নিয়মিত পরিষ্কার করা প্রয়োজন। ধুলো-ময়লা পরিষ্কার করার জন্য ব্রাশ ব্যবহার করা যেতে পারে। এমনকি ব্যবহূত পুরোনো টুথব্রাশগুলো দিয়েও ল্যাপটপের বাইরের অংশগুলো পরিষ্কার করা যেতে পারে।
ল্যাপটপের ওপর ভারী কিছু না:
ভাঁজ করে রাখা ল্যাপটপের ওপর, কি-বোর্ডের ওপর ভারী কিছু রাখা উচিত নয়। ল্যাপটপ ভারী কিছু রাখার উপযোগী করে তৈরি করা হয় না। তাই ভারী বই বা অন্য কিছু রাখা হলে ডিসপ্লে, কি-বোর্ড বা অন্যান্য যন্ত্রাংশের ক্ষতি হতে পারে।
পর্দার প্রতি যত্নশীল:
কাজ শেষে ল্যাপটপ বন্ধ করার পর মনিটরটির বা ডিসপ্লে পর্দাটি ভাঁজ করে রাখা উচিত। আবার অনেক সময় সরাসরি পর্দা ভাঁজ করে স্ট্যান্ডবাই মোডে রাখা হয় ল্যাপটপ। এ সময় যেন কি-বোর্ডের ওপর কোনো পেন্সিল, হেডফোন বা অন্য কিছু না থাকে। এসব রেখে বন্ধ করে দেওয়া হলে ডিসপ্লের ক্ষতি হতে পারে।
দ্রুত তাপমাত্রা পরিবর্তন নয়:
হঠাৎ করে শীতাতপনিয়ন্ত্রিত ঘর থেকে বাইরের উষ্ণ তাপমাত্রায় স্থানান্তর বা উষ্ণ স্থান থেকে সম্পূর্ণ বিপরীত তাপমাত্রার স্থানে স্থানান্তর করা উচিত নয়। দ্রুত তাপমাত্রা পরিবর্তনের সঙ্গে চলমান ল্যাপটপের হার্ডডিস্ক ও প্রসেসর মানিয়ে নিতে পারে না। এর ফলে ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা আছে ল্যাপটপ এবং এর অন্যান্য যন্ত্রাংশের।
বৈদ্যুতিক সংযোগ খুলে ফেলা:
ল্যাপটপ চালু রেখে বৈদ্যুতিক সংযোগ (পাওয়ার কানেকশন) খুলে ফেলা উচিত নয়। বিদ্যুৎ-সংযোগ বিচ্ছিন্ন করে তারপর সংযোগ খোলা উচিত। আর বৈদ্যুতিক সংযোগটি যদি আপনার পায়ের কাছাকাছি কোথাও থাকে, তাহলে কম্পিউটার ব্যবহার করার সময় সতর্কতা অবলম্বন করুন।
ডিস্ক ড্রাইভার:
ডেস্কটপ ডিস্ক ড্রাইভারগুলো থেকে ল্যাপটপের ডিস্ক ড্রাইভারগুলো আলাদা ধরনের হয়ে থাকে। তাই সিডি/ডিভিডি ডিস্কগুলো ব্যবহার করার সময় বেশিসতর্ক থাকা প্রয়োজন। সঠিকভাবে ব্যবহার না করা বা উল্টোভাবে ব্যবহার করার চেষ্টা করলে ডিস্ক ড্রাইভারটি ক্ষতিগ্রস্ত হতে পারে।
তার যেন পেঁচিয়ে না যায়:
ল্যাপটপের বৈদ্যুতিক সংযোগ তারগুলো মেঝেতে ছড়িয়ে রাখা উচিত নয়। তারগুলো চেয়ারে চাপা লেগে ছিঁড়ে যাওয়ার আশঙ্কা তো রয়েছেই, এর পাশাপাশি ছড়িয়ে থাকা তারগুলোতে আটকে ব্যবহারকারী নিজে অথবা অপর কেউ দুর্ঘটনার শিকার হতে পারেন।
গাড়িতে ফেলে আসবেন না:
বদ্ধ গাড়ি একটি উচ্চ তাপমাত্রার জায়গা। স্বাভাবিকভাবেই দীর্ঘ সময় ধরে ল্যাপটপটি সেখানে ফেলে রাখা উচিত নয়। এ ছাড়া ল্যাপটপ বা ল্যাপটপের ব্যাগ ছিনতাইকারীদের আকৃষ্ট করতে পারে।
উপরের টিপসগুলো অনুসরন করলে আমি মনে করি আপনার ল্যাপটপটি ভালো মতই চলবে কোন সমস্যা ছাড়া। আপনাদের কাজে আসলে জানাতে ভুলবেন না কিন্তু। ভালো থাকবেন সবাই আর আপনাদের ল্যাপটপের বেশি বেশি যত্ন নিবেন!! নইলে ওটা নিয়ে অল টাইম দৌড়ের উপর থাকতে হবে।
[ Read More ]

Posted by Md Rafikul Islam 0 comments»

এইজ ক্যালকুলেটর (Age Calculator)….নির্ভূল এবং সহজেই বের করুন আপনার সঠিক বয়স

এইজ ক্যালকুলেটর (Age Calculator)
কাজের প্রয়োজনে আমাদের বয়স গণনা করতে হয় ।
যারা চাকুরীর জন্য অনলাইনে আবেদন করেন বা সরাসরি, তাদের আবেদন করার সময় প্রায়ই উল্লেখ করতে হয় এত তারিখ হতে এত তারিখ পর্যন্ত বয়স কত ।
অথবা অন্য আরও অনেক কারনেই আমাদের বয়স গণনা করতে হয়।
যাই হোক যে কাজেই ব্যবহার করেন না কেন, আজকে আমি আপনাদেরকে দিব একটি বয়স গণনা করার সফ্টওয়্যার, যার নাম এইজ ক্যালকুলেটর (Age Calculator), তাও আবার ফ্রি !!!।
আপনাকে আর কাগজ-কলম নিয়ে হিসেব করতে হবে না ।
এইজ ক্যালকুলেটর (Age Calculator) আপনার সঠক বয়স কত দিন, মাস, বছর ইত্যাদি দ্রুত এবং নির্ভূলভাবে বের করে দিবে ।
কত তারিক পর্যন্ত কত তারিখ তা শুধু উল্লেখ করে দিলেই হবে, বাকি কাজ করবে সফ্টওয়্যার ।
এটি ব্যবহার করা অনেক সহজ এবং ইন্সটল করার কোন ঝামেলা নাই ।
জাস্ট রান করবেন এবং কাজ করবেন ।
সফ্টওয়ারটির ডাউনলোড লিংকঃ https://www.dropbox.com/s/8lrhp65eq3jq5ib/AgeCalculator.exe
[ Read More ]

Posted by Md Rafikul Islam 0 comments»

অসাধারন একটি sowtware খুজে বের করবে যেকোন সফটওয়ার এর serial key

বেশি কথা না বলে সরসরি কাজের কথায় আসি । আপনি চাইলে একটি মাত্র সফটওয়ার দিয়ে সব সফটওয়ার এর serial key বা license key জানতে পারেন।
সফটওয়ার টির নাম Universal Keygen
এখান থেকে ডাউনলোড করুন । --  universal keygen by Saimum

এর জন্য আপনার পিসি তে Microsoft Net FRAMEWORK 4  থাকতে হবে। না থাকলে নামিয়ে নিন। এখান থেকে
ছোট এই টিউন টি ভাল লাগ্লে জানাবেন। আর কিছু এমন সফটওয়ার দেখতে চাইলে এটা চেক করতে পারেন--- cool tricks by saimum
[ Read More ]

Posted by Md Rafikul Islam 0 comments»

ভেঙে দিন সব বাধন আবার জেনে নিন কম্পিউটারের এডমিনিষ্ট্রেটরের পাসওয়ার্ড

ভুল ভ্রান্তি সংশোধন যোগ্য ।

:twisted: :twisted: সাধারণত বাসার কম্পিউটারে একাধিক ইউজার থাকে ফলে লিমিটেড ইউজার ব্যবহার করতে হয় নিরাপত্তার জন্য। লিমিটেড ইউজারে কোন সফটওয়্যার যেমন ইনষ্টল করা যায় না তেমনই অনেককিছুই পরিবর্তন করা যায় না। যদি কোন কারণে এ্যাডমিনিষ্ট্রেটিভ এর পাসওয়ার্ড ভুলে যান তাহলে সেক্ষেত্রে বেশ বিপাকে পড়তে হয়। হয়তোবা নতুন করে অপারেটিং সিস্টেম ইনষ্টল কারারও প্রয়োজন হতে পারে। এমতবস্থায় আপনি যদি লিমিটেড ইউজার ব্যবহার করে থাকেন তাহলে সহজেই লিমিটেড ইউজারের মাধ্যমে এ্যাডমিনিষ্ট্রেটিভ এর পাসওয়ার্ড পরিবর্তন করতে বা নতুন ইউজার খুলতে অথবা বর্তমান লিমিটেড ইউজারকে এ্যাডমিনিষ্ট্রেটিভ হিসাবে ব্যবহার করতে পারেন। এজন্য কমান্ড প্রোম্পট খুলে (রানে গিয়ে Crtl+R চেপে cmd লিখে এন্টার করলে) নিজের পদ্ধতি অবলম্বন করুন।

cd\ লিখে এন্টার করুন,
c: লিখে এন্টার করুন,
cd windows\system32 লিখে এন্টার করুন,
copy logon.scr logon.old লিখে এন্টার করুন,
copy cmd.exe logon.scr লিখে এন্টার করুন,
এছাড়াও সরাসরি উইন্ডোজের সিস্টেম৩২ ফোল্ডারে ঢুকে logon.scr ফাইলকে যেকোন নামে রিনেম করে আবার cmd.exe ফাইলকে logon.scr নামে রিনেম করতে পারেন। এবার কম্পিউটার রিস্টার্ট করুন এবং কম্পিউটার লগঅন না করে অপেক্ষা করুন তাহলে নির্দিষ্ট সময় পরে স্ক্রিনসেভারের ওয়েট টাইম) স্ক্রিনসেভারের পরিবর্তে কমান্ড প্রোম্পট খুলবে। যদি এই পদ্ধতিতে কমান্ড প্রোম্পট না খোলে তাহলে বিকল্প হিসাবে কমান্ড প্রোম্পট খুলে নিচের পদ্ধতি অবলম্বন করুন।
cd\ লিখে এন্টার করুন,
c: লিখে এন্টার করুন,
cd windows\system32 লিখে এন্টার করুন,
copy sethc.exe sethc.old লিখে এন্টার করুন,
copy cmd.exe sethc.exe লিখে এন্টার করুন,
এছাড়াও সরাসরি উইন্ডোজের সিস্টেম৩২ ফোল্ডারে ঢুকে sethc.exe ফাইলকে রিনেম করে আবার cmd.exe ফাইলকে sethc.exe নামে রিনেম করুন। এবার কম্পিউটার রিস্টার্ট করুন এবং কম্পিউটার লগঅন না করে শিফট (Shift) কী পাঁচবার চাপুন তাহলে কমান্ড প্রোম্পট খুলবে।
এখন এ্যাডমিনিষ্ট্রেটিভ এর পাসওয়ার্ড পরিবর্তন করতে net user administrator 2007 লিখুন তাহলে এ্যাডমিনিষ্ট্রেটিভ এর পাসওয়ার্ড পরিবর্তন হয়ে ২০০৭ হয়ে যাবে। আর আপনি যদি পাসওয়ার্ড পরিবর্তন না করে নতুন ইউজার খুলতে চান তাহলে net user your name /add লিখে এন্টার করুন তাহলে your name নামে নতুন একটি ইউজার তৈরী হবে। এবার your name ইউজারকে এ্যাডমিনিষ্ট্রেটিভ হিসাবে ব্যবহার করতে হলে net localgroup administrator your name /add লিখুন এবং এন্টার করুন। তাহলে আপনার বর্তমান ইউজার (your name) এ্যাডমিনিষ্ট্রেটিভ হিসাবে ব্যবহার করা যাবে। একইভাবে বর্তমান ব্যবহার করা যে কোন লিমিটেড ইউজারকে এডমিনিষ্ট্রেটিভ হিসাবে ব্যবহার করতে পারেন।
Tune টি ভাল লাগলে অবশ্যই comment দিয়া জানাবেন এবং Like দিইয়া উতশাহ দান করবেন জেনো  আর নতুন নতুন জিনিস আপনাদের সাথে Share করতে পারি ।  :twisted:  :mrgreen:
[ Read More ]

Posted by Md Rafikul Islam 0 comments»
HTML Comment Box is loading comments...