এক্সপি মাইক্রোসফটের অত্যন্ত জনপ্রিয় একটি উইন্ডোজ। এক্সপি’র পর মাইক্রোসফট ভিসতা ছাড়লেও শুধুমাত্র এক্সপি’র কারণে তা ইউজারদের মন জয় করতে পারেনি। ভিসতার ব্যবসা ভাল না হলেও মাইক্রোসফট Windows 7 দিয়ে অপারেটিংস সিস্টেমের জগতে আলোড়ন তুলতে সক্ষম হয়। কিন্তু এক্সপি’র জনপ্রিয়তা খুব বেশি কমাতে পারে নি। সেভেনের পর এখন আসতেছে Windows 8। তারপরও এক্সপি’র জনপ্রিয়তা চলতেছে সমান তালে। তাই মাক্রোসফট ঘোষনা দেয় ২০১৪ সালের পরে তারা এক্সপি’র সেবা বন্ধ করে দেবে। কিন্তু আশ্চর্যের বিষয় হলেও সত্যি যে, যুক্তরাস্ট্র, যুক্তরাজ্যের মত দেশেও এই এক্সপি’র জনপ্রিয়তা আছে এখনো। আমরা সেই এক্সপিকে এবার মনের মত করে তৈরি করবো।
এ
পোষ্টটি ধরাবাহিকভাবে আপনারা প্রাকটিস করে যাবেন। কোন পোষ্টটে প্রশ্ন
থাকলে অনায়াসে করতে পারেন। পুরো প্রক্রিয়াটি শেষ করতে কোন অসুবিধার
সম্মূখীন হলে তাও জানাতে পারেন কমেন্টস’র মাধ্যমে। আমি আমার সহযোগিতা সবসময় দিয়ে যাবো সাধ্যমত। পোষ্টটি আপনাদের পছন্দ হয়ে থাকলে Like button গুলোর মাধ্যমে শেয়ার করে আমাকে কৃতজ্ঞ করতে পারেন।
Categories: