
Apple ID ছাড়া কোন অ্যাপস সেটা ফ্রী হলেও ইন্সটল করা যায় না। আর বাংলাদেশের এড্রেস দিয়ে Apple ID বানানো গেলেও সেই অ্যাপেল আইডি দিয়ে কিছুই ইন্সটল করতে পারবেন না ক্রেডিট বা ডেবিট কার্ড ছাড়া। এই পোস্ট দেখে US Store এর জন্য Apple ID বানাতে পারবেন সেটা আপনি যে দেশেই থাকেন না কেন। অন্য কোন দেশের জন্য অ্যাপেল আইডি বানাতে চাইলে এই নিয়ম দেখে লাভ নেই।
Posted by Md Rafikul Islam
0
comments»