Ma Computer

Training Center & Servicing Center

Application Course: (3 Months)

1. Computer Concept, 2. Windows Fundamental, 3. Microsoft Word, 4. Microsoft Excel, 5. Microsoft PowerPoint, 6. E-mail, 7. Internet Basic,

Multimedia Course: (6 Month)

1. Computer Concept, 2. Windows Fundamental, 3. Microsoft Word, 4. Microsoft Excel, 5. Microsoft PowerPoint, 6. E-mail, 7. Internet Basic, 8. Chat, Video Calling, 9. Web Page Design, Hosting, Registration, 10. Adobe Photoshop CS, 11. Video Editing, 12. Macromedia Flash (SWF),

Hardware Course: (1 Years)

1. Computer Concept, 2. Windows Fundamental, 3. Microsoft Word, 4. Microsoft Excel, 5. Microsoft PowerPoint, 6. E-mail, 7. Internet Basic, 8. Chat, Video Calling, 9. Web Page Design, Hosting, Registration, 10. Adobe Photoshop CS, 11. Video Editing, 12. Macromedia Flash (SWF), 13. Computer Networking, 14. Computer Assembling, 15. Computer Hardware Troubleshooting, 16. Computer Software Installation, 17. Desktop & Laptop Servicing, 18. Operating System Repair, 19. Operating System (Windows) Setup, 20. Windows Xp & Seven Customize CD,

Ma Computer Sales

 https://macomputersales.com/cpanel

 

Do you own this website? Our Support Team is available for assistance 24/7.

 

https://macomputersales.com:2083/cpsess3957835927/frontend/paper_lantern/filemanager/index.html

 

 

 

https://macomputersales.com:2083/cpsess3957835927/frontend/paper_lantern/filemanager/index.html

[ Read More ]

Posted by Md Rafikul Islam 0 comments»

Download Unlimited Free Image No Copyright No Royalty No Attribution

হ্যালো বন্ধুরা, আমরা দৈনন্দিন কাজে বিশেষ করে অনলাইনের কাজে ইমেজ ব্যবহার করে থাকি । আর এই ইমেজ এর চাহিদা পূরণ করে থাকে গুগোল । কারণ আমরা সবাই গুগলকে ব্যবহার করতে খুব ভালোবাসি । আমাদের যেকোন ইমেজ বা ছবি দরকার হলে আমরা গুগলের সহায়তা নেই। গুগলে গিয়ে সার্চ করি এবং আমাদের পছন্দমত যেকোন ইমেজ নিয়ে আমাদের কাজে ব্যবহার করি। এমনকি অনেকেই আছে শুধু নিজের কাজে না গুগল থেকে ইমেজ নিয়ে আমরা প্রফেশনাল সার্ভিস দিয়ে থাকি। এমনকি কমার্শিয়াল ব্যবহার করে থাকি ।  কিন্তু মোটেই এই ভুলটি আজ থেকে আর করবেন না । এটি একটি ভুল আমরা নিজের কাজে ব্যবহার করি ঠিক আছে । কিন্তু যখন আমরা কমার্শিয়াল কাজে ব্যবহার করব , বিশেষ করে যখন আমরা ইউটিউব ভিডিওতে ব্যবহার করব, নিজেদের ওয়েবসাইটে ব্যবহার করব অথবা ক্লায়েন্ট এর কোন কাজে ব্যবহার করব, তখন আমরা বিশাল বড় ভুল করব।

কারণ আমরা গুগল থেকে যে ইমেজ এবং ছবিগুলো নিয়ে ব্যবহার করি সেগুলো প্রতিটি ইমেজ এই কমবেশি কপিরাইট ইমেজ । তার মানে এই ইমেজগুলো স্বত্বাধিকার রয়েছে । তিনি চাইলেই যেকোনো মুহূর্তে আপনার নামে কেস করে দিতে পারে । আর আপনি যদি এসব কমার্শিয়ালি ব্যবহার করেন যদি কোন ক্লায়েন্টকে দেন। সে ক্ষেত্রে সেই ক্লায়েন্ট বিপদে পড়তে পারে। আর ক্লায়েন্ট বিপদে পড়লে অবশ্যই আপনার কপালে বিপদ আছে । আর তাছাড়া যারা অনলাইনে বিভিন্ন ভিডিও তৈরি করেন ইমেজ ব্যবহার করে এবং আপলোড করেন ইউটিউবে অথবা ফেসবুকে। সেক্ষেত্রেও কিন্তু আপনি বিপদে পড়তে পারেন । ইউটিউব আপনার এই সমস্ত কপিরাইট কনটেন্ট চিহ্নিত করতে পারেন এবং ধরতে পারলে আপনার চ্যানেল সাসপেন্ড করে দিবেন । তো আশা করি বুঝতে পারছেন। যারা এতদিন না জেনে না বুঝে গুগল থেকে হরহামেশা ইমেজ ডাউনলোড করে ব্যবহার করেছিলেন আজ থেকে এই কাজটি আর করবেন না । তবে গুগল থেকে রয়ালটি ফ্রী , কঁপিরাইট ফ্রী ইমেজ রয়েছে এবং সেগুলো বের করার অপশন সেখানে দেয়া রয়েছে টুলস এ ক্লিক করে Lebel for re use এই অপশনটি থাকলেও আপনি কিন্তু নিশ্চিত নন যে এই ইমেজ গুলো সম্পন্ন কপিরাইট ফ্রি ।

কারণ এই ছবিগুলো বিভিন্ন ওয়েবসাইটে ব্যবহৃত হয়েছে ইতোমধ্যে । আর সেখান থেকেই কিন্তু গুগল সার্চ করে এনে আপনার সামনে হাজির করেছে ।  সুতরাং বুঝে নেন কপিরাইট আছে কি আছে না ।  সুতরাং সাবধান এইসব ইমেজ না ব্যবহার করে নিচের দেয়া ওয়েবসাইটগুলো থেকে আপনি সহজেই যেকোনো   টপিকস এর ওপর Image পাবেন ।  প্রত্যেকটা ওয়েবসাইটে অসংখ্য ইমেজ রয়েছে মিলিয়ন মিলিয়ন ইমেজ ।  আশা করি এই সাইট থেকে আপনি অসংখ্য ইমেজ পাবেন। ওয়েবসাইট গুলো ভিজিট করলে মনে হয় না এর বাইরে আর কোন ওয়েবসাইট বা ইমেজ দরকার হবে ।  এগুলো থেকে আপনার কাঙ্খিত যাবেন ইমেজটি পেয়ে যাবেন।

 Top 15 Website for 100% Copyright free HD image download.
1. Pexels – http://bit.ly/2DviMuC
2. Pixabay – http://bit.ly/2ziLI61
3. Unsplash – http://bit.ly/2S4zuor
4. Stocksnap – http://bit.ly/2BjgVHH
5. Burst Shopify – http://bit.ly/2zhFbst
6. Foodiesfeed – http://bit.ly/2Dxe937
7. Gratisography – http://bit.ly/2S4zODF
8. Stokpic – http://bit.ly/2BkAFe7
9. Jeshoots – http://bit.ly/2QblZWI
10. Mmtstock – http://bit.ly/2Q42Ypp
11. Picjumbo – http://bit.ly/2S3JJJY
12. Imcreator – http://bit.ly/2PHFfMk
13. Shotstash – http://bit.ly/2PBZQBD
14. All-free-download – http://bit.ly/2A67hGG
15. Freepik – http://bit.ly/2A9kw9q

 

আমার জানামতে অসংখ্য লোক এই রয়ালটি ফ্রী কঁপিরাইট ফ্রী ইমেজ গুলো ফাইবার সহ বিভিন্ন মার্কেটপ্লেসে ক্লায়েন্টের কাছে বিক্রয় করেন । এবং কি আমি নিজেও বিক্রি করি । সুতরাং আপনি চাইলে এই ইমেজ গুলো বিক্রি করে অসংখ্য আয় করতে পারবেন । এর জন্য আপনাকে বাড়তি কোন কাজ করতে হবে না । শুধু ডাউনলোড করবেন আর বিক্রি করবেন ।

এই ওয়েবসাইটগুলো থেকে আপনি ইচ্ছা মত ডাউনলোড করতে পারবেন ।  কোন প্রকার টাকা পয়সা লাগবে না। শুধু সাইন আপ করে নিতে হতে পারে কিছু কিছু ওয়েবসাইটে ।  তা ছাড়া আর কোন ঝামেলা নেই আপনি এই ছবিগুলো ইচ্ছামত ডাউনলোড দিবেন ।  ইচ্ছামতো কাজে লাগাবেন ।  দরকার হলে ক্লায়েন্টের কাছে বিক্রি করবেন ।  কোন সমস্যা নেই ।  তো আশা করি আজকের এই পোস্টটি আপনাদের অত্যন্ত উপকারে আসবে যদি পোস্টটি উপকারী হয় অবশ্যই শেয়ার করুন, কমেন্ট করে মতামত দিন ।  এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন ।  আশা করি ভবিষ্যতে আরও সুন্দর সুন্দর টিপস শেয়ার করার চেষ্টা করবো।

Credit: https://www.kanaylal.com/download-unlimited-free-image-no-copyright-no-royalty-no-attribution/


[ Read More ]

Posted by Md Rafikul Islam 0 comments»

ACER REGISTRY

[ Read More ]

Posted by Md Rafikul Islam 0 comments»

ক্রেডিট কার্ড ছাড়াই অ্যাপেল আইডি বানান দুনিয়ার সব থেকে সহজ উপায়ে

Apple ID ছাড়া কোন অ্যাপস সেটা ফ্রী হলেও ইন্সটল করা যায় না। আর বাংলাদেশের এড্রেস দিয়ে Apple ID বানানো গেলেও সেই অ্যাপেল আইডি দিয়ে কিছুই ইন্সটল করতে পারবেন না ক্রেডিট বা ডেবিট কার্ড ছাড়া। এই পোস্ট দেখে US Store এর জন্য Apple ID বানাতে পারবেন সেটা আপনি যে দেশেই থাকেন না কেন। অন্য কোন দেশের জন্য অ্যাপেল আইডি বানাতে চাইলে এই নিয়ম দেখে লাভ নেই। সবগুলো স্টেপ খুব ভালভাবে দেখুন। অবশ্যই ইন্টারনেট লাগবে।
Step 1: প্রথমে আপনার আইফোনের Settings এ গিয়ে Store অথবা iTunes & App Stores থেকে কোন Apple ID যদি Sign In থাকে তাহলে তা Sign Out করে নিন। Apple ID তে ক্লিক করলেই Sign Out অপশন আসবে। কারণ কোন আইডি Sign In থাকলে নতুন আইডি বানানো যাবে না। এখানে Create New Apple ID অপশন আছে যা দিয়ে Apple ID বানাতে যাবেন না। তাহলে আপনার Credit or Debit Card এর ইনফর্মেশন চাইবে। যদি অ্যাপেল আইডি সাইন ইন না থাকে তাহলে পরের স্টেপ দেখুন।

Step 2: আপনার আইফোন এর App Store অ্যাপস ওপেন করে Search এ গিয়ে Speedtest বা যেকোনো ফ্রী অ্যাপসের নাম লিখে সার্চ দিয়ে ঐ অ্যাপস এর Free তে(Free লেখা না থাকলে হবে না) টাচ করে Install App এ টাচ করলে কয়েকটা অপশন আসবে তা থেকে Create New Apple ID তে ক্লিক করুন।

Step 3: এখানে Country or Region থেকে Store United States থাকলে Next চাপার পর Send by Email না চেপে নিচের দিকে Agree তারপর আবার Agree তে চাপুন। যদি United States না থাকে তাহলে এই নিয়মে অ্যাপেল আইডি বানাতে পারবেন না। কারণ যে দেশ থাকবে সেই দেশের এড্রেস দিতে হবে। অন্য দেশ থাকলে তা বদলিয়ে United States সিলেক্ট করে নিন।

Step 4: এখানে আপনার নিজের ইমেইল এড্রেস দিন যেটা আগে কখনো অ্যাপেল আইডি বানানোর জন্য ব্যাবহার করা হয় নি (সেই ইমেইল এর পাসওয়ার্ড জানা থাকতে হবে যাতে কোন ইমেইল পাঠালে দেখতে পারেন) এবার Apple ID এর জন্য নতুন পাসওয়ার্ড (যার মধ্যে একটা বড় হাতের এবং একটা ছোট হাতের English Letter এবং একটা নাম্বার থাকতে হবে) দিন। পরের লাইনে ঐ একই পাসওয়ার্ড আবার দিন।

Step 5: এখানে আপনার পছন্দমত প্রশ্ন বাছাই করে উত্তর দিতে পারেন। আর তা না হলে
প্রথম সিকিউরিটি প্রশ্ন What was the name of your first pet? সিলেক্ট করে উত্তর লিখুন cat
দ্বিতীয় সিকিউরিটি প্রশ্ন What was the model of your first car? সিলেক্ট করে উত্তর লিখুন bmw
তৃতীয় সিকিউরিটি প্রশ্ন What is the name of your favourite sports team? সিলেক্ট করে উত্তর লিখুন bangladesh
এই উত্তর গুলো অবশ্যই মনে রাখবেন আপনার পাসওয়ার্ড ভুলে গেলে এই উত্তর চাইবে তাই কোথাও লিখে রাখুন। Optional Rescue Email কেউ দিতে চাইলে আপনার অন্য কোন ইমেইল এড্রেস দিন, না দিলে খালি রাখুন তাতে কোন সমস্যা নেই।

Step 6: এবার আপনার জন্ম তারিখ দিন। প্রথমে মাস তারপর দিন তারপর জন্মসাল দিন। এখন নিচের যে দুইটা Subcribe অপশন অন করা আছে তা অফ করে দিন। কারণ এই দুইটা অন থাকলে আপনার ইমেইলে তারা ইমেইল পাঠাবে কোন অ্যাপেল নিউজ থাকলে যা তেমন একটা দরকার নেই।

Step 7: এখান থেকে Next চাপার পর এখানে None এ আগে থেকেই টিক দেয়া থাকবে। আর Code এর জায়গায় কিছু লিখতে হবে না। তারপর নিচের গুলো আমি যেভাবে লিখেছি ঠিক সেভাবে পুরন করুন। আর যদি কারো আমেরিকার অন্য কোন এড্রেস জানা থাকে তাও ব্যাবহার করতে পারেন।
Title: Mr or Mrs
First Name: আপনার নামের প্রথম অংশ।
Last Name: আপনার নামের শেষ অংশ।
Address: 230 Montgomery Mall
Address: কিছু দিতে হবে না।
City: North Wales
State: PA মানে পেনসিলভানিয়া স্টেট
Zip Code: 19454
Phone: 201 429-3560
দিয়ে Next চাপলেই আপনার ইমেইল Verification এর জন্য আপনার ইমেইল এ আপনাকে একটা ইমেইল পাঠাবে।

Step 8: এবার আপনি যে ইমেইল এড্রেস দিয়ে অ্যাপেল আইডি খুলেছেন তা ওপেন করুন। দেখবেন আপনার ইমেইলে অ্যাপেল থেকে একটা ইমেইল এসেছে। সেই ইমেইল ওপেন করে Verify Now এ ক্লিক করলে আপনাকে যে পেজে নিয়ে যাবে বা যে পেজ ওপেন হবে তাতে আপনি যে ইমেইল দিয়ে অ্যাপেল আইডি বানাইছেন সেই ইমেইল এড্রেস আর অ্যাপেল আইডির জন্য যে পাসওয়ার্ড বানিয়েছেন সেই পাসওয়ার্ড দিয়ে Verify করলেই হয়ে গেল আপনার নতুন অ্যাপল আইডি। এখন App Store অ্যাপস থেকে একটা ফ্রী অ্যাপস ইন্সটল করে দেখেন অ্যাপেল আইডি দিয়ে অ্যাপস ইন্সটল করতে পারছেন কিনা।
[ Read More ]

Posted by Md Rafikul Islam 0 comments»

পেটের মেদ নিয়ে ভাবনা


পেটের মেদ শরীরের অন্য অংশের মেদের চেয়ে একটু আলাদাশরীরের  অন্য অংশের মেদ সাধারণত চামড়ার নিচে জমে থাকে তবে পেটের মেদ লিভার, কিডনি ও অন্যান্য অভ্যন্তরীণ অঙ্গের সাথে লেগে জমে থাকে, যা অনেক সময় প্রাণঘাতি হয়ে দেখা দিতে পারেপেটের মেদের সাথে হার্টের সমস্যা থেকে শুরু করে ডায়াবেটিস ও অন্যান্য সমস্যার জোরালো সম্পর্ক খুঁজে পাওয়া যায়


আমরা অনেকেই পেটের মেদ কমানোর জন্য বেলি স্ট্রোক অর্থাৎ পেটের মাংশ পেশীর  ব্যায়াম করে থাকিএর ফলে পেটের মাংশ পেশীর টোন বা আকৃতি সুন্দর হলেও পেটের মেদ কমাতে তা খুব একটা কাজে দেয় নাপেটের মেদ কমাতে হলে প্রয়োজন পুরো শারীরিক ব্যায়াম মনে রাখবেন, ৪০ থেকে ৪৫ মিনিট হালকা জগিং বা জোরে হাটার পর রক্তে চলমান ফ্যাট শেষ হয়ে দেহে সঞ্চিত ফ্যাট ভাঙতে শুরু করেতাই এই ৪০ বা ৪৫ মিনিটের পর আপনি যদি ১০ বা ১৫ মিনিট ও জগিং বা জোরে হাঁটতে পারেন, তাহলেই প্রতিদিন একটু একটু করে আপনার জমানো চর্বি কমতে থাকবে

তবে প্রথম দিনই ৪০-৪৫ মিনিট জগিং শুরু করবেন নাএর ফলে আপনার শরীরে ব্যথা হতে পারে, ফলে আপনি পরবর্তীতে ব্যায়াম করার আগ্রহ হারিয়ে ফেলতে পারেনতাই প্রথম দিন ১০ মিনিট, পরের দিন ২০ মিনিট এভাবে সময় বাড়ান এবং ১ ঘণ্টাতে স্থির  থাকুনমনে রাখবেন, অতি দ্রুত ওজন কমানো গেলেও এতে হিতে বিপরিত হতে পারেওজন কমানোর মূল মণ্ত্র হল মটিভেসন ও একাগ্রতা এখন বলে রাখি, শুধু ব্যায়াম করলেই অনেক সময় মেদ কমে না, এর জন্য আপনাকে খাবার গ্রহণেও সতর্ক হতে হবেখাবারে প্রচুর পরিমাণে আঁশ জাতীয় খাদ্য যেমন শাক সবজি রাখুনচর্বি জাতীয় খাবার কম খানফাস্ট ফুড খাওয়া বন্ধ করতে হবে


এতোক্ষণ জানলেন জমানো চর্বি কমানোর কথাএবার জেনে নিন, যাদের পেটে তেমন মেদ নেই তবে ধীরে ধীরে বেড়ে যাচ্ছে তারা কী করবেন? সম্প্রতি অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের এক গবেষণায় দেখা গেছে, প্রতি রাতে ঘুমাতে যাবার আগে যদি একজন ব্যক্তি মাত্র ১০ মিনিট আস্তে আস্তে হাঁটেন, তবে তার দেহে যে হরমন ও আঞ্জায়েম নিস্রিত হয়, তাতে সারা দিনে খাবারের সাথে গ্রহণ করা সমস্ত অতিরিক্ত চর্বি রক্ত থেকে পরিস্রুত হয়ে যায় এবং দেহে জমতে পারে নাকেবল এই ১০ মিনিট হাঁটার কারণে যে পরিমাণ চর্বি জমতে বাধা পায়, তা যদি আমরা ব্যায়াম এর মাধ্যমে কমাতে চাইতাম, তার জন্য আমাদের ৩ থেকে ৪ ঘণ্টা এক নাগারে জোরে দৌঁড়াতে হত! তাই নিয়ম মেনে পরিমিত ব্যায়াম করে গেলে ও খাদ্যাভ্যাস পরিবর্তন করলে পেটের মেদই শুধু নয়, সারা দেহের মেদ কমিয়ে কাঙ্ক্ষিত ফিগার পেতে পারি

ডাঃ ওসমান গনি
বি, পি, টি (ডি, ইউ);
এম, এস, সি (নিউরো রিহ্যাব, ব্রিটেন)
ডিপ্লোমা, অর্থপেডিক মেডিসিন (বেলজিয়াম)
নিউরো রিহ্যাব ও পেইন স্পেশালিষ্ট ফিজিওথেরাপিস্ট
[ Read More ]

Posted by Md Rafikul Islam 0 comments»

MS .Net Framework 3.5 Offline Install in Windows 8 and 8.1

MS .Net Framework Windows এর জন্য খুবই গুরুত্বপূর্ণ বর্তমানে অনেক গুরুত্বপূর্ণ সফটওয়ারও .Net Framework ছাড়া install করা যায় না Software গুলোর উপর ভিত্তি করে .Net Framework version ও ভিন্ন হতে পারে তম্মধ্যে বেশি ব্যবহৃত Version টি হলো 3.5 যাতে পূর্বের ভার্সন 2.0 & 3.0 যুক্ত আছে এটি Windows 7 এর সাথে Integrated থাকে ফলে Windows 7.Net Framework 3.5 ইনস্টল করার প্রয়োজন পড়ে না অপর দিকে Windows 8 and 8.1.Net Framework 4.5 Integrated থাকলেও .Net Framework 3.5 নেই ফলে .Net Framework 3.5 লাগবে এমন কোন সফটওয়ার ইনস্টল করতে গেলে উপরের মত মেসেজ আসে আপনার যদি Net Connection থাকে তাহলে Install this Feature এর মাধ্যমে তা ইনস্টল করে নিতে পারেন কিন্তু যদি Net Connection না থাকে তাহলে আপনি Windows 8 Disk থেকেও তা ইনস্টল করে নিতে পারেন চলুন নিয়মটা দেখি


কাজটি খুব কঠিন নয় নিচের যেকোন একটি কমান্ড দিয়েই কাজটি করে নিতে পারেন ওখানে সবুজ চিহ্নিত H এর জায়গায় আপনার Windows 8 Disk/USB Flash Drive Letter দিতে হবে  
DISM /Online /Enable-Feature /FeatureName:NetFx3 /All /LimitAccess /Source:H:\sources\sxs
OR
Dism /online /enable-feature /featurename:NetFx3 /All /Source:H:\sources\sxs /LimitAccess

যারা কমান্ডটি ব্যবহার করতে না চান তারা আমার ছোট্ট টুলটি ডাউনলোড করেও কাজটি করতে পারেন এ জন্য প্রথমে Windows 8 Disk/USB Flash Drive টি পিসিতে প্রবেশ করান তারপর আমার টুলটি রান করুন নিচের মত আসবে।

আপনার Windows 8 Disk/USB Flash Drive Letter টি দিয়ে এন্টার দিন।

কিছুক্ষণ পর কাজ শেষ হয়ে DOS Window চলে যাবে।

এবার আপনার Control Panel>Programs and Features>Turn Windows Features on or Off এ গিয়ে চেক করে দেখুন .Net Framework 3.5 Installed হয়ে গেছে

 মানে আপনার সমস্যাটি সমাধান হয়ে গেছে আরো বিস্তারিত Microsoft
Download: .Net Framework 3.5Installer

[ Read More ]

Posted by Md Rafikul Islam 0 comments»

জাতীয় পরিচয়পত্রে ভুল থাকলে বা হারিয়ে গেলে কি করবেন বিস্তারিত জেনে নিন

বেশীরভাগ সরকারী বে-সরকারী কাজে জাতীয় পরিচয়পত্র থাকা প্রায় বাধ্যতামূলক। অনেকেরই জাতীয় পরিচয়পত্রে ভুল রয়েছে আবার কারও জাতীয় পরিচয়পত্র হারিয়ে গেছে কিন্তু কিভাবে কি করতে হবে বা কোথায় যেতে হবে জানা নেই। ওয়েবেও সহজে এই তথ্য পাওয়া যায় না। তাই আমি জাতীয় পরিচয়পত্র হারিয়ে গেলে বা কিভাবে তথ্য সংশোধন/সংযোজন করা যায় তা বিস্তারিত বর্ণনা করব। এক্ষেত্রে বাংলাদেশ নির্বাচন কমিশনের ওয়েবসাইট থেকে তথ্য নেয়া হয়েছে। ধন্যবাদ সবাইকে।

কিভাবে নিজের নাম পরিবর্তন, নিজের/পিতার/মাতার নাম সংশোধন করবেন-
বিবাহ বিচ্ছেদের কারনে স্বামী/স্ত্রীর নাম পরিবর্তন-
পিতা/মাতার নাম পরিবর্তন-
জন্ম তারিখ পরিবর্তন/সংশোধন
রক্তের গ্রুপ সংশোধন
অন্যান্য সংশোধন
জাতীয় পরিচয়পত্র হারানো গেলে-
আবেদন পত্র:
তথ্য সংযোজন/সংশোধন
জাতীয় পরিচয়পত্র হারানো গেলে
যেকোন জেলার বাসিন্দা হলেও ঢাকায় নিম্নলিখিত ঠিকানায় যেতে হবে
ঠিকানা:
ন্যাশনাল আইডি উইং
ইসলামী ব্যাংক ফাউন্ডেশন ভবন
আগারগাও ঢাকা।
By www.tunerpage.com
[ Read More ]

Posted by Md Rafikul Islam 0 comments»

জাতীয় পরিচয়পত্রের সকল তথ্য দেখে নিতে পারবেন অনলাইনে

জাতীয় পরিচয়পত্রের তথ্যভাণ্ডারে প্রবেশাধিকার নিয়ে কথা চলছে দীর্ঘদিন ধরে। রাষ্ট্রীয় কয়েকটি সংস্থা এ জন্য আবেদনও করেছে। তবে প্রাথমিক অবস্থায় ভোটাররা নিজেদের ব্যক্তিগত তথ্য-উপাত্ত নির্ধারিত নিয়মে যাতে অনলাইনে দেখতে পান সে বিষয়ে একটি প্রস্তাবনা কমিশন পর্যালোচনা করছে। এক্ষেত্রে গোপনীয়তা বজায় রাখা সম্ভব হবে বলে মনে করছে সংস্থাটি।
সংশ্লিষ্ট সূত্র বলছে, ভোটার নম্বর বলতে না পারায় এবং সংশ্লিষ্ট সহকারী প্রিসাইডিং অফিসার ভোটার তালিকায় উপস্থিত ভোটার নম্বর খুঁজে বের করার কষ্ট না করায় অনেক ভোটারকে জাতীয় পরিচয়পত্র হাতে থাকা সত্ত্বেও ভোটদান ব্যতিরেকে ফিরে যেতে হয়েছে। তিনি আরও বলেছেন, বর্তমানে ব্যাংক অ্যাকাউন্ট খোলা, স্কুল কলেজে ভর্তির দরখাস্ত করা, ট্রেড লাইসেন্স ও অন্যান্য লাইসেন্সের জন্য দরখাস্ত করা ইত্যাদি নানাবিধ কাজে জাতীয় পরিচিতি নম্বর ও কোনো কোনো ক্ষেত্রে ভোটার নম্বর উল্লেখ করতে হয়। এ অবস্থায় জনগণের সুবিধার্থে ব্যক্তির নাম, পিতা বা স্বামীর নাম, মায়ের নাম, স্থায়ী বা অস্থায়ী ঠিকানা, জাতীয় পরিচিতি নম্বর ও ভোটার নম্বর শুধু পাঠযোগ্য করে ওয়েবসাইটে প্রকাশ করার বিষয়টি বিবেচনা করা যেতে পারে।
বৃহস্পতিবার কমিশন সভায় ওই প্রস্তাব নাকচ হয়ে যায়। তবে ওই প্রস্তাবের পরিপ্রেক্ষিতে জাতীয় পরিচয় অনুবিভাগ নতুন একটি প্রস্তাবনা তৈরি করে। এতে সংশ্লিষ্ট ভোটার রেজিস্ট্রেশনের মাধ্যমে নিজস্ব পাসওয়ার্ড ও ইউজার নামের মাধ্যমে তথ্য দেখতে পারবে। এক্ষেত্রে গোপনীয়তা বজায় রাখা সম্ভব হবে বলে মনে করছে সংস্থাটি। এর আগে একই প্রক্রিয়ায় জাতীয় পরিচয়পত্রের তথ্য যাচাইয়ের জন্য তথ্যভাণ্ডারে প্রবেশাধিকার চেয়ে আবেদন করে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব), পুলিশের বিশেষ শাখা (এসবি), সামরিক প্রতিরক্ষা গোয়েন্দা সংস্থা (ডিজিএফআই), বাংলাদেশ টেলিকমিউনিকেশন রেগুরেলটরি কমিশন (বিটিআরসি), পরিসংখ্যান ব্যুরো, প্রধানমন্ত্রীর কার্যালয়ের একসেস টু ইনফরমেশন (এটুআই) প্রকল্প, সমাজসেবা অধিদফতর এবং ডিজিটাল স্বাক্ষর প্রদানকারী কর্তৃপক্ষ। ওই সব আবেদনও বিবেচনায় রেখে প্রবেশাধিকার দেয়ার প্রক্রিয়া শুরু করেছে ইসি।
এদিকে ইসির তথ্যভাণ্ডার থেকে আরও তিন ধরনের তথ্য পাচ্ছে বাংলাদেশ ব্যাংক। বৃহস্পতিবার কমিশন সভায় নতুন তথ্য দেয়ার বিষয়ে অনুমোদন দেয়া হয়েছে। ফলে আগের ৬ ধরনের তথ্যের পাশাপাশি এখন থেকে ভোটারদের স্বামী বা পিতার নাম ও ঠিকানা যাচাইয়ের সুযোগ পাবে বাংলাদেশ ব্যাংক। ২০১২ সাল থেকে ৬ ধরনের তথ্য সরাসরি অনলাইনের মাধ্যমে পাচ্ছে বাংলাদেশ ব্যাংক। এতদিন ভোটারের নাম, পিতার নাম অথবা স্বামীর নাম, মাতার নাম, জন্ম তারিখ, রক্তের গ্রুপ ও ছবি দেখতে পেত। এর সঙ্গে নতুন তথ্য পাওয়ার সুযোগ সৃষ্টি হল।
চাকরির দরখাস্ত, ব্যাংক অ্যাকাউন্ট খোলাসহ বিভিন্ন কাজে জনগণের সুবিধার্থে নাগরিকদের ছয় ধরনের তথ্য ওয়েবসাইটে প্রকাশের বিষয়ে একটি প্রস্তাবনা ইসির বৈঠকে উত্থাপন করা হয়। এতে নাগরিকদের নাম, পিতা বা স্বামীর নাম, মাতার নাম, স্থায়ী বা অস্থায়ী ঠিকানা, জাতীয় পরিচয়পত্র নম্বর এবং ভোটার নম্বর শুধু পাঠযোগ্য করে ওয়েবসাইটে প্রকাশ করার বিষয়ে প্রস্তাব করা হয়। নির্বাচন কমিশনার মোহাম্মদ আবদুল মোবারকের একটি প্রস্তাবনার পরিপ্রেক্ষিতে বিষয়টি বৈঠকের এজেন্ডাভুক্ত করা হয়।
বৈঠক সূত্র জানায়, বৈঠকে বলা হয়, ভোটারদের পরিচিতি নম্বর, ভোটার নম্বরসহ অন্যান্য তথ্য-উপাত্ত ওয়েবসাইটে প্রকাশ করা হলে গোপনীয়তা লংঘন হতে পারে। অপরাধীরা এ সুযোগকে কাজে লাগাতে পারে বলে আশঙ্কা প্রকাশ করা হয়। বৈঠকে আরও বলা হয়, তথ্য প্রকাশের ফলে ভোটাররা ঝুঁকিতে পড়তে পারেন। এছাড়াও এনআইডি আইনের সঙ্গে সাংঘর্ষিকও। জাতীয় পরিচয় নিবন্ধন (সংশোধন) আইন, ২০১৩-এর ধারা ১৩(২) অনুযায়ী কমিশনে সংরক্ষিত তথ্য-উপাত্ত গোপনীয় বলে বিবেচিত।
বৈঠকে এ বিষয়ে দীর্ঘ আলোচনার পর নির্বাচন কমিশনার মোহাম্মদ আবদুল মোবারক প্রস্তাব প্রত্যাহার করে নেন বলে জানা গেছে। তবে ব্যক্তিগতভাবে যাতে ভোটাররা নিজেদের তথ্য দেখতে পারেন সে প্রস্তাবের বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি। জানতে চাওয়া হলে জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল সুলতানুজ্জামান মো. সালেহ উদ্দিন বৃহস্পতিবার যুগান্তরকে বলেন, অনলাইনে ভোটাররা যাতে শুধু নিজেদের তথ্য-উপাত্ত দেখতে পারেন, এমনভাবে তথ্য-উপাত্ত প্রকাশের প্রস্তাব কমিশন সভায় উত্থাপন করা হয়েছিল। কমিশন বিষয়টি আরও পর্যালোচনা করে পরের সভায় উত্থাপন করতে বলেছে।
তিনি বলেন, ভোটাররা রেজিস্ট্রেশনের মাধ্যমে অনলাইনে নিজস্ব পাসওয়ার্ড ব্যবহার করে শুধু নিজের তথ্য ওয়েবসাইটে দেখতে পারবেন। একজনের তথ্য আরেকজন দেখতে পাবেন না। অনলাইনে ডাটাবেজ সংশোধনসহ নানা সুযোগ-সুবিধা পেতে পারবেন। এতে নাগরিক ভোগান্তি কমে আসবে। সূত্র জানায়, জাতীয় পরিচয় নিবন্ধন (সংশোধন) আইন, ২০১৩-এর ধারা ১৩(২) অনুযায়ী কমিশনে সংরক্ষিত তথ্য-উপাত্ত গোপনীয় বলে বিবেচিত। তবে জ্যেষ্ঠ নির্বাচন কমিশনার মোহাম্মদ আবদুল মোবারক জনগণের সুবিধার্থে ৬ ধরনের তথ্য-উপাত্ত ওয়েবসাইটে প্রকাশের বিষয়ে প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিবউদ্দীন আহমদের কাছে একটি নোট দেয়ার পরিপ্রেক্ষিতে এ উদ্যোগ নিয়েছে ইসি। একই ধরনের নোট অন্য কমিশনারদের দিয়েছেন তিনি।
তথ্য-উপাত্ত ওয়েবাসইটে প্রকাশের পক্ষে যুক্তি তুলে ধরে তিনি বলেছেন, কোন লোক তার জাতীয় পরিচয়পত্র হারিয়ে ফেললে তদস্থলে একটি পরিচয়পত্র পাওয়ার নিমিত্ত থানায় ডায়েরি করে তার কপিসহ জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগে আবেদন করত হয়। এহেন পরিস্থিতিতে যদি তার জাতীয় পরিচিতি নম্বর স্মরণে বা কোথাও রেকর্ড করা না থাকে তখন সেই নম্বরবিহীন দরখাস্তের ভিত্তিতে থানায় ডায়েরি লেখে না এবং জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগও দরখাস্ত গ্রহণ করে না।
[ Read More ]

Posted by Md Rafikul Islam 0 comments»

Latest Avg Internet Security 2014+Serial

কেমন আছেন সবাই। আশা করি সবাই খুব ভালো আছেন।

আজকে আপনাদের জন্য নিয়ে এলাম শক্তিশালী একটি অ্যান্টিভাইরাস AVG INTERNET SECURITY 2014+ SERIAL
যা আপনার পিসিকে ভাইরাস থেকে রক্ষা করবে।আপনার পিসি কে রাখবে সুরক্কিত।  তাহলে দেরি না করে ডাউনলোড করুন।

ডাউনলোড লিঙ্ক-http://thepiratebay.sx/torrent/8709385/
For Android Paid Apps & Games Please join this Group- https://www.facebook.com/groups/623925094326061/
[ Read More ]

Posted by Md Rafikul Islam 0 comments»

পিসি অফ না করেই রাতে ঘুম? এবার পিসি নিজে নিজেই অফ হবে আপনি রাতে ঘুমিয়ে গেলেও

হেলো টেকটিউনস কমিউনিটি! ঈদ কাটিয়ে সবাই আবার নিজেদের ব্যস্ত জীবনে ফিরে এসেছেন নিশ্চয়ই? অনেকে এখনো ছুটি কাটাচ্ছেন, তাদের মধ্যে আমি একজন :D
এই ছুটিতে তো আমার মত অনেকেই আছেন অনেক রাত পর্যন্ত কম্পিউটার এ বসে থাকেন, মুভি দেখেন। তাই না? আমি ল্যাপটপ কোলে নিয়ে মুভি দেখতে থাকি, দেখতে দেখতে ঘুমিয়ে যাই। ল্যাপটপ বেচারা সারারাত চলতে থাকে। আমার মনে হয় আমার মত আরো অনেকেই আছেন যারা রাতে কম্পিউটার অন রেখে ঘুমিয়ে যান এবং সকালে উঠে আফসোস করেন।

আপনাদের জন্যই নিয়ে এসেছি আজকের এই ট্রিক টি। এখন রাতে কম্পিউটার অন রেখে ঘুমিয়ে গেলে কম্পিউটার ও আপনার সাথে ঘুমিয়ে যাবে। বেচে যাবে আপনার বিদ্যুৎ খরচ সাথে বাচবে আপনার কম্পিউটার এর প্রাণ ও! তাহলে চলুন দেখে নেয়া যাক এই কাজের কাজী ট্রিক টি...
এই ট্রিক টির জন্য আমরা কোন সফটওয়্যার ব্যবহার করবো না। আমরা উইন্ডোজ এর ডিফল্ট একটি প্রোগ্রাম ব্যবহার করে এই কাজ টি করবো। উইন্ডোজ এর সেই ডিফল্ট প্রোগ্রাম টি হল Task Scheduler. এর সাহায্যে আমরা উইন্ডোজ কে কমান্ড দিবো, যেন আমরা ঘুমিয়ে গেলে উইন্ডোজ নিজে নিজে বন্ধ হয়ে যায় :D
কিন্তু উইন্ডোজ বুঝবে কি করে যে আপনি ঘুমিয়ে গেছেন? এখনকার কম্পিউটার তো এতটা বুদ্ধিমান না। আমরা এই কাজ টি একটু অন্য ভাবে করবো।আমরা উইন্ডোজ কে বলবো যদি আমার কম্পিউটার ৩০ মিনিট ধরে আইডল থাকে, অর্থাৎ কম্পিউটার টি ৩০ মিনিট ব্যবহার না করা হয় তাহলে বুঝবে আমি ঘুমিয়ে গেছি এবং কম্পিউটার অফ করে দিবে। তাহলে চলুন দেখে নেই, উইন্ডোজ কে কিভাবে আমরা এই কমান্ড দিবো।
Task Scheduler ওপেন করতে আপনার উইন্ডোজ এর স্টার্ট মেনু তে যান। সেখান থেকে কন্ট্রোল প্যানেল এ যান। কন্ট্রোল প্যানেল থেকে Administrative Tools ওপেন করুন।

নতুন একটি উইন্ডো ওপেন হবে, সেখান থেকে Task Scheduler ওপেন করুন।

Task Scheduler উইন্ডো এর ডান পাশে Create Task এ ক্লিক করুন।

এখানে আপনার টাস্ক এর জন্য একটি নাম দিন। নিচের মত করে সেটিং করুন।

এবার Triggers ট্যাব এ যান এবং New বাটন এ ক্লিক করুন। এই উইন্ডো তে শিডিউল সেটাপ করুন। এখানে এমন একটি সময় নির্বাচন করুন যেটি মধ্য রাত হয়।

এবার Actions ট্যাব এ যান। প্রোগ্রাম বক্স এ shutdown লিখুন। আরগুমেন্ট বক্স এ /s দিন। আপনি যদি আপনার পিসি ফোর্স শাটডাউন করতে চান, অর্থাৎ রানিং সব অ্যাপ অফ করে উইন্ডোজ শাটডাউন করতে চান তাহলে /s /f লিখুন।

এবার Conditions ট্যাব এ যান। এবার আপনার কম্পিউটার আইডেল এর সময় ঠিক করুন। আপনার কম্পিউটার কত সময় আইডল থাকলে এই টাস্ক রান হবে, কত সময় পরে আইডল হবে ইত্যাদি।

সর্বশেষ Settings ট্যাব এ গিয়ে নিচের মত ক্রএ সেটিং করে নিন। যদি এই টাস্ক টি ফেইল হয় তবে কয়বার চেষ্টা করবে, কতখন পরপর চেষ্টা করবে ইত্যাদি।

বেস! এবার ওকে করে বেরিয়ে আসুন। আর কোন ঝামেলা নেই। এবার প্রতি রাতে আপনি ঘুমিয়ে গেলে আপনার পিসি ও ঘুমিয়ে যাবে আপনার সাথে :D
[ Read More ]

Posted by Md Rafikul Islam 0 comments»
HTML Comment Box is loading comments...